নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সদরে যৌথবাহিনীর অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনার সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি যৌথবাহিনী।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এতিমখানা রোড নামক এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশ বাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ।
তিনি বলেন, ‘রফিক নামে একজনের গুদামঘরে থাকা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।’
ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ আরও বলেন, ‘তদন্তের পর চোরাকারবারির নাম উল্লেখসহ কলমাকান্দা থানায় মামলা করা হবে।’
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত