কলমাকান্দা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে ৩৫০ বস্তা (১৭ হাজার ৫০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রংছাতি ইউনিয়নের উমরগাঁও নতুন বাজার এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।
নেত্রকোনার অস্থায়ী সেনাক্যাম্পের মেজর জিসানুল হায়দার এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. আসিফ প্রামাণিক নুহাসের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি টিম উমরগাঁও নতুন বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় অবৈধ পথে আনা আনোয়ার ইসলামের গুদাম থেকে ৩৫০ বস্তা (১৭ হাজার ৫০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি। ভারত থেকে চোরাচালান করা এ চিনি বিজিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত