নেত্রকোণার কলমাকান্দায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’-এর আয়োজনে ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কলমাকান্দার চন্দ্রডিংগা এলাকায় মানববন্ধন হয়েছে।
মানববন্ধন শেষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রাম প্রধান গ্রেগরি ম্রং। বক্তব্য রাখেন বারসিক কলমাকান্দা উপজেলা সমন্নয়ক গুঞ্জন রেমা, জিতেন্দ্র হাজং, আব্দুর রাজ্জাক ও পরিমল রেমা, সিনিয়র সাংবাদিক মো ফখরুল আলম খসরু।