নিউজ ডেস্ক: দাবীকৃত চাদা পরিষোধ না করায় দুটি দোকান এক বছর ধরে তালাবদ্ধ করে রেখেছেন সিড্যা ইউপি চেয়ারম্যানসহ ডামুড্যা উপজেলার কয়েক যুবলীগ নেতা।
জানা গেছে, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ক্রিড়া সম্পাদক আব্দুল হাদী জিল্লু এবং তার শ্যালক উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া (জিয়া আমীন), অপর শ্যালক যুবলীগ নেতা রাব্বি আমিন কর্তৃক দাবীকৃত চাদা পরিষোধ না করায় সিড্যা আমীন বাজারের দুটি দোকান গত এক বছর যাবত তালাবদ্ধ করে রেখেছেন।
ওই দোকানের প্রকৃত মালিক ভূক্তভোগী ফারুক হোসেন বাবুল জানান, দোকান দুটি আমি সাবকবলা দলিলের মাধ্যমে মালিক পক্ষের কাছ থেকে ক্রয় করি। দোকানের নামজারীসহ সকল কাগজপত্র হালনাগাদ থাকা সত্বেও দাবীকৃত চাদা পরিশোধ না করায় একবছর যাবত আমার একটি দোকান তালবদ্ধ এবং অপর দোকানটি জোরপূর্বক দখল করে রেখেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের উপস্থিতিতে একটি দোকানে ব্যাবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে গেলে যুবলীগ নেতা জিয়াউর রহমান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাধা প্রদান এবং আমিসহ আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় চাঁদাবাজি, দখল, লোটপাটসহ বিভিন্ন প্রকার অপকর্ম করেছে এই সিন্ডিকেট। বর্তমানে আওয়ামী লীগ সরকার পতন হলেও এলাকায় রামরাজত্ব চলমান আছে তাদের। তাদের দাপটে এখনো ভীত এলাকার সাধারণ মানুষ।
এ বিষয়ে দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ভুক্তভোগী ফারুক হোসেন বাবুল।