নেত্রকোনার কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার বরদল ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইজুল ওয়াসীমা নাহাত।
টুর্নামেন্টটির (বালক ও বালিকা উভয় পর্যায়ের) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলায় অংশ নেয়া বাউসাম রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে খলা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-০ গোলে এবং চিনাহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে সিধলী বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে পরাজিত করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও ফাইজুল ওয়াসীমা নাহাত, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছারোয়ার জাহান, খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক, বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটন প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দল ও রানার্স আপ দলকে পুরস্কৃত করেন অতিথিরা। এসময় শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।