ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ তৎপরতায় নেত্রকোনা সীমান্তবর্তী এলাকার জনসাধারণে সাথে বিজিবির গণসংযোগ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর এই দুই উপজেলায় এ কর্মসূচী গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া পাঁয়তারা ও চেষ্টা করে যাচ্ছে। বিজিবির শক্ত অবস্থানের কারণে অন্যান্য সীমান্তের ন্যায় নেত্রকোনার সীমান্তেও বিএসএফের অতিরিক্ত তৎপরতা লক্ষ্য করা যায়। বিএসএফ তাদের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া বিভিন্ন স্থানে সংস্কার ও সংহত করে বাংলাদেশীদের সীমান্ত পারাপারে রোধে আরো তৎপর রয়েছে।
এ প্রেক্ষিতে ৩১ বিজিবির আওতাভুক্ত সীমান্ত সংলগ্ন এলাকগুলোতে স্থানীয় নাগরিকদের সীমান্তের কাছাকাছি যাওয়া হতে বিরত রাখতে প্রচারনার অংশ হিসেবে এ ধরণের জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়।