অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে লেখক আশীষ কুমার তালুকদার ও তার ছোট ভাই শুভাশীস শিমুলের একক কাব্যগ্রন্থ। শিখা প্রকাশনী থেকে প্রকাশিত এই দুটি গ্রন্থ সাহিত্যানুরাগীদের জন্য বিশেষ আকর্ষণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়নের বড়ইউন্দ গ্রামের বাসিন্দা আশীষ কুমার তালুকদার পেশাগত জীবনে বর্তমানে এপেক্স ফুটওয়্যার লিমিটেডে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ২০০৮ সালে। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার প্রতি আগ্রহী আশীষ কুমার তালুকদার লেখালেখির পাশাপাশি চিত্রশিল্পের সাথেও জড়িত।
তার ছোট ভাই শুভাশীস শিমুলও সাহিত্য জগতে সক্রিয়। দুজনেই নিয়মিত কবিতা লেখেন এবং তাদের লেখনী পাঠকদের হৃদয়ে দাগ কাটতে সক্ষম হয়েছে। এবারের একুশে গ্রন্থমেলায় তাদের একক কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ায় পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
শিখা প্রকাশনী সূত্রে জানা গেছে, বই দুটিতে আধুনিক কবিতার নতুন ধারার উপস্থাপনা থাকবে, যা পাঠকদের নতুন অভিজ্ঞতা দেবে। কবিতাপ্রেমীরা বইমেলায় শিখা প্রকাশনীর স্টল থেকে এই বই সংগ্রহ করতে পারবেন।
বইমেলার এই প্রকাশনা সম্পর্কে আশীষ কুমার তালুকদার বলেন, "সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই পথচলা। আমরা আমাদের ভাবনা ও অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করতে চেষ্টা করেছি। আশা করি, পাঠকরা আমাদের কবিতা পড়ে আনন্দ পাবেন।"
শুভাশীস শিমুল বলেন, "আমাদের লেখালেখির যাত্রা দীর্ঘদিনের। এবার একক কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে, যা আমাদের জন্য আনন্দের। পাঠকদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।"
অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ সাহিত্যপ্রেমীদের জন্য এই দুটি কাব্যগ্রন্থ নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত