নেত্রকোনার কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০টি পরিবারের মধ্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব গরু বিতরণ করা হয়। এর আয়োজন করে কলমাকান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও বেটেরিনারি হাসপাতাল।
বিতরণে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকার ও কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম।