1. kalmakandanews@gmail.com : kalmakanda24 :
  2. news@www.kalmakanda24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  3. info@www.kalmakanda24.com : --- :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

রংছাতি ইউনিয়নে ভোটার হতে লাগে ৫০০ টাকার হোল্ডিং ট্যাক্স

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫

এসএম শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নতুন ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে। তবে রংছাতি ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল সরকারি নিয়মের বাইরে গিয়ে নতুন ভোটারদের জন্য হোল্ডিং ট্যাক্স টোকেন বাধ্যতামূলক করেছেন। ফলে প্রতিটি নতুন ভোটারের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে, যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এ ছাড়াও জন্ম সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন সরকারি সেবার ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার নতুন ভোটার সংগ্রহ কার্যক্রমে অনিয়মের বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

দরিদ্র মানুষের দুর্ভোগ

ইউনিয়নের হাজারো মানুষ ইতোমধ্যে ৫০০ টাকা দিয়ে হোল্ডিং ট্যাক্সের রশিদ সংগ্রহ করেছেন। তবে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য এই টাকা দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। অনেকেই রশিদ হারিয়ে নতুন সমস্যায় পড়ছেন।

প্রশাসনিক অনিয়ম ও বিতর্ক

সরকারি নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায়ের ঘটনায় ইউপি চেয়ারম্যান বাবুল পাঠানের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা উঠেছে। কলমাকান্দা২৪.কম-এর ফেসবুক পেজে প্রকাশিত এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

এদিকে, চেয়ারম্যান বাবুল পাঠান উপজেলা বিএনপির নেতা হওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও তোলপাড় সৃষ্টি করেছে। উপজেলা-জেলা বিএনপির অনেক নেতাই তার পদত্যাগের দাবি তুলেছেন।

বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে…

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট