কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলমাকান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মালেক মন্ডলের স্মরণে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল মালেক মন্ডলের শিক্ষাব্রত, নৈতিকতা ও সমাজ গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, “মালেক মন্ডল ছিলেন একজন আদর্শবান শিক্ষক, যিনি শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি ছাত্রদের নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলী গঠনে অসামান্য ভূমিকা রেখেছেন।”
স্মরণ সভার পর তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি ও শিক্ষকদের জন্য ইফতার আয়োজন করা হয়। এসময় সবাই প্রয়াত শিক্ষকের রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করার অঙ্গীকার করেন এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে তাঁর দেখানো পথ অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে সংহতি ও মরহুমের প্রতি গভীর শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ ঘটেছে। শিক্ষক সমাজের এই মহতী উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধার ধারা অব্যাহত রাখবে বলে জানান।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক মো. এমদাদুল হক ও সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল মান্নান। দোয়া পরিচালনা করেন হাফেজ আহসান উল্লাহ।
এ সময় উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন, প্রয়াত শিক্ষকের জ্যেষ্ঠ সন্তান আনোয়ারুল ইসলাম টুটুন, শিক্ষক একেএম শাহজাহান কবির, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীর কুমার সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন সরকার, শিক্ষক মোখলেসুর রহমান, শিক্ষক ফয়েজ উদ্দিন, শিক্ষক মোস্তফা কামাল ও শিক্ষক বাবুল হোসেন প্রমুখ।