বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কলমাকান্দা উপজেলা শাখার ৪র্থ সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) কলমাকান্দা সরকারি কলেজের হল রুমে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মো. হৃদয় শেখ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য হাবিবা আক্তার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)–এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডাক্তার দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক ও সাবেক ছাত্রনেতা কমরেড সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদের সভাপতি আহমেদ তানভীর মোকাম্মেল।
আলোচনা সভা শেষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সৌরভ তালুকদার জয়কে সভাপতি, হাবিবা আক্তারকে সাধারণ সম্পাদক এবং রুবেল তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তানভীর মোকাম্মেল।
সম্মেলনে বক্তারা ছাত্র সমাজের ন্যায্য অধিকার, গণতন্ত্র, এবং প্রগতিশীল রাজনীতির চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং ছাত্র ইউনিয়নের ঐতিহাসিক আন্দোলনের ভূমিকাকে স্মরণ করেন।