নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাসির উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কৃষক আতাব উদ্দিনের ছেলে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে নামলে পুকুরে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে নাসির বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া বলেন, “নাসির উদ্দিনের মৃত্যু খুবই দুঃখজনক। আমি পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।”
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত